- মোঃ আব্দুস সালাম

সাতক্ষীরা জেলার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ৮নং ধুলিহর ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা স, ম, আব্দুর রউফ সাহেব অত্র এলাকার শিক্ষানুরাগীসহ এলাকা বাসির সহযোগীতায় “ধুলিহর” ইউনিয়নের নামে নামাংকিত “ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি” সাতক্ষীরার সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নের ধুলিহর নামক স্থানে ০১/০১/১৯৯৫ ইং খ্রিঃ প্রতিষ্ঠিত করেন।
প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায়ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে |
বিদ্যালয়টির বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা ৫০০ জন | নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল ধুলিহর বাসীর গৌরব “ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়’ এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি|
(মোঃ আব্দুস সালাম)
প্রধান শিক্ষক
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।