• প্রতিষ্ঠান সম্পর্কে
  • সাতক্ষীরা জেলার সদর  উপজেলার অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠার পূর্বে অত্র এলাকার ৫(পাঁচ) কিঃমিঃ এর মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষা প্রসারের লক্ষে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স, ম, আব্দুর রউফ সাহেব এলাকার শিক্ষানুরাগী সুধীজনদের নিয়ে আলোচনার মাধ্যমে ১৯৯৫ ইং সালে  অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহন করেন। । অতঃপর ০১/০১/১৯৯৬ সালে সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন  ৮নং ধুলিহর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধুলিহর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নাম স্থাপিত করে কার্যক্রম শুরু করা হয়। পরবর্তিতে ০১/০১/১৯৯৬ সালে প্রথম স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০১/০২/১৯৯৮ সালে নিম্ন মাধ্যমিক এম.পি.ও  ভুক্ত হয়। ০১/০১/২০০২ সাল হতে মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০১/০৫/২০০৪ সালে মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্ত হয়। ১৯৯৫ সালে নিজস্ব অর্থায়নে পাকা দেওয়াল বিশিষ্ট টিনশেডের  ৩টি রুম নির্মান করা হয়। ১৯৯৭ সালে নিজস্ব অর্থায়নে ও জেলা পরিষদের অনুদানে ১তলা ভবনের ৬টি রুম  নির্মান করা হয়।  ২০০৪ সালে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক ৪তলা ভিত বিশিষ্ট ২তলা একাডেমিক ভবন নির্মান করা হয়। পরবর্তীতে ২০০৭ সালে  জেলা পরিষদের অর্থায়নে ২য় তলা নির্মিত হয় যার মোট রুম সংখ্যা-৮টি । বিদ্যালয়টিতে বর্তমানে ২১ জন শিক্ষক/কর্মচারী কর্মরত। শিক্ষার্থী সংখ্যা ৫৭0 জন। জে.এস.সি ও এস.এস.সি ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টির অগ্রযাত্রায় সকলের অবদান শ্রদ্ধানত চিত্তে স্মরণ করে আগামী প্রজন্মের জন্য এর দ্বার উন্মুক্ত থাকুক এই কামনা করি।

     

    • সভাপতির বাণী
  • অধ্যাপক মোঃ ওমর ফারুক
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • মোঃ আব্দুস সালাম
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • https://www.facebook.com/profile.php?id=100059875980587
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology